+++++++++++*+++++++++++++


কেটে যাবে অারোপিত এই অন্ধকার
আলোর সূর্যর নিশানা দেখছি,
ঝড়ে যেটুকু বা যতটা ভেঙ্গেছে, উপড়ে পড়েছে
গড়ে উঠবে আপন মহিমায় কাল বিলম্ব না করেও,
আকাশ থেকে সব চাঁদ তারা, বাতাস থেকে বিষ বাষ্প
ভূতল থেকে সব হাজরে আসওয়াদ সাঁতরে
যেভাবেই হোক আছড়ে পড়েছি কূলে;
আজ সব ভুলে নতুন করে বাঁচতে শিখেছি।


কালোর যত চিহ্ন, যত নিশানা মুছে ফেলে
আমার আকাশ থেকে সব চাঁদ তারা সরিয়ে
সকল হাজরে আসওয়াদ গুঁড়িয়ে
কালো নেকাবে ঢাকা মরুদ্যান আবার সূর্য সন্নিধ্য পেয়ে
দুঃস্বপ্ন থেকে জেগে উঠে চীৎকার করে বলবে
‘‘মানুষই আসল সত্য, কোন কিতাব নয়,
মানুষ রচেছে কিতাব, কিতাব-মানুষ নয়।।


+++++++++++*+++++++++++++


আরশাদ ইমাম
অভিজ্ঞান-১৪ আগষ্ট ২০১৬, শনিবার, ঢাকা।


....মানবিজ....