পেয়ে হারাই হারিয়ে পাই
নদীর ধারে বনের টিয়া
ধানের ক্ষেতে হিমেল হাওয়া
শরত কালের গন্ধ নিয়া


কাশের বনে আপন মনে
উদাস চাষী প্রমাদ গোণে
কাছের মানুষ তাও জানে না
ভাসছে ফসল হঠাৎ বানে


বানের পানি চোখের পানি
দুই পানিতে কানাকানি
লুকিয়ে রাখে হতাশ চাষী
ঠেকিয়ে রাখে জানাজানি।


তবুও কারো কানের পাশে
নতুন দিনের বার্তা আসে
বান পেরোলেই নতুন আশা
নতুন স্বপ্ন সবল হাসে।