ছুঁয়ে দেব? সাহস হয়নি কোনদিন, আমি দুর্বল
তবু উড়ে গেছে তোমার মখমল পালকসর্বস্ব মন।
উড়ে গেছ দূরে গেছ ফুরিয়ে গেছ অনেক আগেই
তবু পাখির ডানার ছায়ায় মনে বিশ্রাম জাগেই।


বিশ্রামেরও শেষ আছে, আছে ক্লান্তিরও পরিসীমা
ভীরুতারও কাল আছে, আছে সাহসের পরিক্রমা
মখমল যে মন সেও একদিন কঠোর হয় ঘাতে
ভীরুতার খোলস ছেড়ে সাহসী মন সামনে আসে।


পাদটীকার প্রয়োজন নেই কোন স্বাভাবিক কথকতায়
পরিচিতিও অনাবশ্যক বাগাড়ম্বর, চরিত্রের সবাকতায়
নতুন তরঙ্গ শব্দমালা জাগায় সাগরের ফেনায়িত জলে
সময় আসে-চলেও যায়, কে তাকে আঁকড়ে পথ চলে!


পাখি ঠোঁটে পুরে তুলে আনে খানা পিনা ছানা পোনার
সময় কোথায় তার পুরাতন নীড় নতুন করে বোনার
পালকে ঠোঁট বুলিয়ে পুরাতন কণ্ঠে তুলবে নতুন সুর
মাটিতে চোখ রেখে উল্টিয়ে যাবে পুরাতন পৃষ্ঠা সম্ভার।


১৮ সেপ্টেম্বর ২০১৬//রবিবার//০৩ আশ্বিন ১৪২৩//ঢাকা।