এলোমেলো চুল সাজানো, ঢিলেডালা পোশাকে ঢাকা সময়
আলোটাও কমে আসে, নরোম বালিশ ডাকে মোহনীয় স্বরে
জাগতিক শব্দকে দূরে ঠেলতে বন্ধ হয়ে যায় দখিনা জানালা
জানালার পর্দাটাও সময়ে কালো আবরণে ঢেকে যায়
                                                   প্রয়োজনে
শুধু মন থাকে মনের মত জেগে, এই যে আলিঙ্গনাবদ্ধ মানুষ
ক’দিন বাদেই দূরে সরে যাবে নৈমিত্তিক টানাপোড়েনে
প্রিয় শব্দমালা ধীরে ধীরে অসহ্য ঠেকবে হাঁড়ি-পাতিল বাসনের
নিয়ম বাঁধা ঠোকাঠুকিতে, হাত থেকে খসে যাওয়া কাচের বাসন
অসহ্য ঝনঝনানিতে, হঠাৎ কেঁপে ওঠে বুক, কী জানি কী হলো!
                                                      পিপাসা
ফ্রিজ খুলে শীতল পানির গ্লাস, বিন্দু বিন্দু ফোঁটার সৌন্দর্য্য
গলনালী বেয়ে নামে অন্ত্র-পাকস্থলীর পথে মহান সে যাত্রা
সোফায় এলানো শরীর কি কিছু বলতে চায়, বিগত সময়ের কথা!
নিজেকে কতভাবেই না দেখে মানুষ, সবটকু দেখার অনুবাদ হয় না।
পরিচিত সময়ের বেস্টনী কীভাবে যে অন্য ধারায় প্রবাহিত হয়
একান্ত ব্যক্তিগত সময় ছাড়া সে সব বুঝার কোন অবসর হয় না।
বেড টাইম শুধুই শয্যা নয়, নিজেকে দেখার এক চিলতে বারান্দা।


আরশাদ ইমাম//২১-০৯-২০১৬//বুধবার//ঢাকা।