আমার হাত নেই তোমার নেই পথ
আমার চোখ নেই তোমার নেই দৃষ্টি
আমার সময় নেই তোমার নেই মতি
আমার হৃদয় নেই তোমার নেই ঘুম
আমার নিঃশ্বাস নেই তোমার নেই বাতাস
তবুও তোমার সাথে দেখা হয়েছে ঠিক
তুমি চলছ তোমার মস্তিস্ক নির্দেশিত হয়ে
আমি চলছি ভাবনাহীন এদিক ওদিক।


কীভাবে এক নায়ে যাত্রী হবো দু’জনে
কীভাবে শস্য ফলবে হিমবাহের গলনে
কীভাবে এক গন্তব্য ছোঁব ভিন্ন পথযাত্রী
কীভাবে এক ঠিকানায় মিলব দু’জনে!!


আরশাদ ইমাম//২৪-০৯-২০১৬//শনিবার//ঢাকা।