কবিতা অনেক দেখেছি, কবিও দেখেছি সহস্র
কিন্তু এমন দেখিনি কখনও, প্রতিটি শব্দই যার একেকটি কবিতা
প্রতিটি শব্দই যার একেকটি সামুদ্রিক ঢেউ, যার আছে
মহাসাগর পাড়ির অভিজ্ঞতা, চেনা আছে খুব উষ্ণ জলের স্রোত
আহ্নিক গতি ও বার্ষিক গতির গতি প্রকৃতি, সুমেরু-কুমেরুর ক্ষয়।
মানুষ চলে যায়, যেভাবে শুকিয়ে যায় নদীর প্রবাহ
যেভাবে নীল জলরাশি আবদ্ধ হয়ে ওঠে কৃষ্ণ সাগর
নিভে যায় প্রদীপের শিখা, নির্দিষ্ট সময় ধরে আলো দেয়ার পর;
কিন্তু কিছু মানুষ কখনো চলে যায় না, ফিরে আসে বার বার।
আমাদের রুদ্ররা এই মরা বাস্তবতার গলিত প্রবাহে প্রাণ হয়ে
ফিরে আসে আবার, দেহ নয়, দেহের অতীত শব্দময়তা নিয়ে
রুদ্ররা শেষ হয় না, বার বার প্রাণ পায় শতাব্দীর চাহিদায়।


আরশাদ ইমাম/অবিন্যস্ত সময়
১৬ অক্টোবর ২০১৬/রবিবার/০১ কার্তিক ১৪২৩/ঢাকা।