কর্ম ব্যস্ত ঘূর্ণায়মান জীবন রথের চাকা
পরিব্যপ্ত সারাটা সময় যদিও আদতে একা
চলছি ফিরছি গল্প করছি দায়িত্ব ভরা কাঁধ
ডাইনে বামে পিছনে সামনে তাকানোর নেই সাধ।


তার ভিতরেই নতুন পাতায় ঢাকছে কালের গাছ
পুরাতন পাতা শুকিয়ে ঝরছে, গুটিয়ে যাচ্ছে কাজ
আজকে যিনি ব্যস্ত ছিলেন ফোন ও সভার কাজে
সবার সকাশে তার অসময়, বিদায় সমন আসে।


এভাবেই যদি চলে যেতে হয়, কোন প্রস্তুতি ছাড়া
আমার জন্য প্রস্তুত রাখো, শিমুল পলাশ হারা
এই কার্তিকে কতজন যাবে, হয়তো আমিও যাবো
বেঁচে থাকাটাই অতি বিস্ময়, প্রতি মুহূর্ত ভাবো।


আজকে পড়ছো আমার ভাবনা, জীবন কীভাবে চলে
চলে যাই, নেই আফশোশ কোন, সদা প্রস্তুত বলে
সকলেই চায়, এমন তো নয়, বরং চায় না যতি,
জীবন একটি  সেলুলয়েডের ঘূর্ণায়মান গতি।


এস, এম, আরশাদ ইমাম/সোমবার/ঢাকা।
০২ কার্তিক ১৪২৩/১৭ অক্টোবর ২০১৬।


প্রয়াত ডিসি জনাব জাহিদুল ইসলাম এর প্রতি নিবেদন।
আল্লাহ্‌ তাঁর গুণাহ্‌গুলো মাফ করে তাঁকে বেহশ্‌ত নসীব করুন। আমীন।