ঘুমের ঘোরে দু’চোখ তবু ঘুম অাসেনা চোখে
নির্ঘুমতার সময় এসে আসর পেতে বসে।
হাওয়ায় ওঠে সোনালী চুল পেখম পেখম বাহু
পিছন থেকে আলতো করে গ্রাস করে সে রাহু।
পাশ ফিরলে কোমল মেঘের ভেজা গন্ধ নাকে
আকাশ নীলের ক্যানভাসটায় ধূসর ছবি আঁকে।
ইচ্ছেগুলো হাওয়ায় ভাসা তুলোর বীজের মত
কত শত মুহূর্তকে উড়িয়ে ছড়ায় ক্ষত।


ধীরে ধীরে খসছে দেয়াল ভাংছে আগলগুলো
ভালো নাকি মন্দ সেটা ভাবার হয় নি শুরু।
গিলছে সবই সে সিংক হোলে মন-মানি ঘর-দোর
সেঁধিয়ে যাচ্ছে আকাশ গঙ্গা, আলোর সড়ক-ভোর।


কৃত্রিমতা, ঘুম প্রিয়তা, আলসেমী সংস্কৃতি
পেরিয়ে সে সব আসবে নিখাদ নিষ্কলুষ প্রভাতি
এসব আশা হোক দুরাশা তবুও যে ঘুম আসে
ঘুমের ভিতর দিয়ে আসুক সকাল সবার পাশে।।


২১-১১-২০১৬।।সোমবার।।০৭ অগ্রহায়ণ ১৪২৩।।ঢাকা