আর কটা দিন সবুর করো, রসুন বড় হবে।
তোমার সঙ্গে তার এক কোয়ার বড়ই সখ্য হবে।
পান্তাভাতে রসুন পাবে, ঘিয়ে ভাতেও পাবে
রসুন আঠায় জুড়বে তোমার ভাঙ্গা কপাল টাকে।
রসুন পেলে রসুন পুষে রসুন মেখে গায়ে
ব্যথা-বেদন পালিয়ে যাবে রসুন তেলের ঘায়ে
হা্র্টে রসুন পাঠিয়ে তুমি লম্বা ঘুমে যাও
ঘুম ভেঙ্গে সেই উঠলে যেন রসুন রাশিই পাও।


রসুন কাব্য পাঠে যদি রসুন ব্যামো পায়
জেনে রেখো রসুন হবে সবার শেষ সহায়।


একজন ষড়ানন বাবুর জন্য নিবেদন।।