স্মৃতিভস্মের উপর দাঁড়িয়ে স্মৃতি খাদক ঢেকুর তুলছে,


‘‘এতদিনও জাতি শহীদ বুদ্ধিজীবিদের সঠিক সংখ্যা
নির্ধারণ করতে পারেনি,
এতদিনও জাতি শহীদ পরিবারের সংখ্যা
নির্ধারণ করতে পারে নি,
এতদিন পার হয়ে গেলেও বিজয়ী গাজী কোন মুক্তিযোদ্ধা
যুদ্ধকালে যে সব পরিবারের আশ্রয় ও সহায়তা নিয়েছিলেন
যুদ্ধ শেষে সেসব পরিবারের কোন খবর নেননি,
যুদ্ধকালের পর এতদিন চলে গেলেও
জাতি বিশেষ দিবসে কেবল বিজয়ী গাজী মুক্তিযোদ্ধাদেরই
স্মরণ করছে, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা
শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের খবর কেউ রাখে না’’


শুনছি আর কান ঝালাপালা হয়ে যাচ্ছে।
কথা শুনে কি মনে হচ্ছে না যে
স্বাধীনতার পর বাংলাদেশ নন্দনকাননের ফুলেল পথ দিয়ে
হেঁটে চলেছিল দীর্ঘ সময়।


না ভদ্র মহোদয়, আমরা হেঁটেছি শ্বাপদসঙ্কুল পথে
সুতরাং আজকে যারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যা বলছেন বা ভাবছেন
তা তাদের ভাবনা আয়েশী কল্পিত কল্পনা।
কেননা, তখন সময় অনুকূলে ছিল না।
যা বলছেন তা আপনি শুরু করুন।
এখন শুরু করুন। কেউ বারণ তো করেনি।


আমি আপনার বাণীর অনুকূলে কর্ম উদ্যোগ দেখার জন্য অপেক্ষমাণ।


১৪ ডিসেম্বর ২০১৬, শহীদ বুদ্ধিজীবি দিবস/৩০ অগ্রহায়ন ১৪২৩/ঢাকা।