হাসবো নাকি কাঁদবো?
শুনবো নাকি থাপড়াবো?     বুঝতে পারছি না।
একাত্তরের শহীদ বুদ্ধি সেনাদের স্মরণের দিনটি
শহীদ বুদ্ধিজীবি দিবস হিসেবে যে মানতে চায় না--


সে কি পাকি দালাল নাকি মুক্তি?
সে কি সামরিক বাহিনীর সদস্য, মানে
যাকে আমরা সাধারণ বাংলায় বলি সৈনিক নাকি
(যারা মুক্তিযুদ্ধের শুরেুর দিকেই যুদ্ধে যোগ দেন
পাকি ইন্টার সার্ভিসের চাকরী না ছেড়ে ছুটিতে
দেশে এসে শখের বশে যুদ্ধে যোগ দিয়েছেন/
আদতে পাকি সামরিক জান্তার পেইড এজেন্ট)
নাকি সে আলবদর/পাকি সহযোগীদের হাতে নিহত
নিখোঁজ/নিগৃহীত কোন বুদ্ধি সেনার রক্তবীজ?


বুঝতে পারি তার জবানের জোর আর চিন্তার জোড় দেখে।
সে বা তারা কি বলছে বা ভাবছে, কি বুঝাতে চাচ্ছে বা
বুঝানোর প্রয়াস পাচ্ছে..... প্রতিদিন দেখছি।
দেখছি দালালের অর্থ লালা-অর্থ পুঁজ
কোন কুকুরে খাচ্ছে চেটে, আপন পোশাক ছেড়ে।


ফাঁসী হয়েছে। যুদ্ধ থামেনি।
বাংলাদেশের জন্মদিন ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বরে
বদলে দেয়ার ইচ্ছা কার ও কেন?
কেন ১৪ ডিসেম্বরের কথা শুনতে কান ঝালাপালা!
এটাও মুছে ফেলতে চায়!-- কিন্তু কেন?


বিমানের স্ক্রু খুলে যায়, আপনা থেকেই?
আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ
আওয়ামী লীগ থেকে আওয়ামী মুসলিম লীগে
সদর্পে প্রত্যাবর্তন, চোখের সামনে,
পঁচাত্তরের মতোই দলটি ঘুণ পোকায় আক্রান্ত
নেতা মাত্র একজন। বাধা মাত্র একজন।
এই একটি ধাপ পেরলেই অসীমের দেখা।
ঘোলা জলে মাছ শিকার। ফ্রন্ট ইজ ওপেন।


বিপন্ন বিষ্ময়!! ১৮ ডিসেম্বর ২০১৬/০৪ পৌষ ১৪২৩/ঢাকা।