ভাগ্যচক্র বন্ধ হয়ে ভীষণ চিড়ে চ্যাপটা
এবার বোধ হয় মিস হয়ে যায় পহেলা খ্যাপটা
জানলাগুলো বণ্ধ করে ঠেকাই শীতের আসা
ভ্যাপসা হাওয়ায় ঘর ভরে যায় মাকড়সাদের বাসা।


সামনে যদি পা ফেলি তো উসটা খাই আঙ্গুলে
ঘরে বসে থাকলে বাড়ে মেদ চর্বির বাউন্ডুলে
দৌড় দিলেই হাঁফ ধরে যায় দমে শক্তিহীন
পকেট ভ’রে পয়সা কড়ি তবুও খুব দীন।


নিজের হাতে ছুরি চালিয়ে নেপোলিয়ান সাজি
মিয়া বিবি রাজী যব ত ক্যায়া করে গা কাজী
কাজী তৈরি মিয়া তৈরি বিবির দেখা নাই
উল্টা পাল্টা সিক্সটি নাইন জীবনে বাই বাই।।


২১ ডিসেম্বর ২০১৬--বুধবার--৭ পৌষ ১৪২৩/দিনাজপুর