মমতার ক্ষমতা           ক্ষমতায় সমতা
সংখ্যার তত্ত্ব              কী ভীষণ মত্ত
হিন্দু বা মুসলিম         সবটাতে মমতা
পাছে ভোট কমে যায়   হিসেবের নামতা।


বদলেছে ঘাঁটি আর      সাপ্লাই শৃঙ্খল
ওম-রাম ছেড়ে তাই     টুপী-দাড়ি সম্বল।
এখানে যা পারেনি তা   ওপারে তা পারছে
মমতার হাত ধরে        নীল রাইটার্সে।



রসরাজ ছেড়ে কাজ      লাল ভাত গিলছে
হরি নাম ভুলে যেতে     ইলাহ্‌ নাম জপছে
ওতে যদি কাজ হয়      বাঁচে ঘর বাড়ী মঠ
নৌকায় আল্লাহু           উঠে পড়ে ঝট পট।



ঘোষণায় কাজ হবে?      ঘর ছাড়া মুসলিম
রোহিংগা রাখাইন         দুধ ছেড়ে চাটে ক্রীম
অং সান সূচি আপা       পুরাতন প্রেমে মরে
নোবেলটা যায় বুঝি      সামরিক পায়ে ধরে।



যোদ্ধা জাতি যোদ্ধা নারী   স্বাধীন কুর্দীস্তান
বিশ্ব বাজার নজর বুঁজে     খুঁজছে লাভের ঘ্রাণ
প্রাণ যাচ্ছে, ধ্বংস হচ্ছে    গজছে লাখে লাখ
মুক্তিকামী এই জাতিটির   এতই ব্যাড লাক।



উন্নয়নে ভোট বাড়ে না       বাড়ে জনসেবায়
কথা ফুলে ভরে না পেট     ভরে কাজের দেখায়
প্রতিশ্রুতির জনশ্রুতি         মনে রেখে যদি
পূরণ করে চলেন নেতা      ফিরে পাবেই গদি।



নাট খুলছে বল্টু খুলছে      ফাটছে টায়ার চাকা
অাবেগ ছাড়া সাবেক বামে  বুলি ছোঁড়েন ফাঁকা
মুখ থুবড়ে পড়ছে ট্র্যাকে    আকাশে যানজট
বলাকা আজ ব্লক হয়েছে     হারিয়ে গেছে পথ।



সাঁঝ বেলাতে গাঁও দেহাতী     বাজার সরগরম
চা নাস্তা ঢের বেসাতী           শীতও বেশ নরম
পাক হুজুরে আয়েশ করে       আউড়ে চলেন বুলি
মগজ পথে চোখের উপর       চাপিয়ে চলেন ঠুলি।


ওয়াজ হচ্ছে আওয়াজ প্রচুর    বাচ্চা ছেলের চোখে
সবুজ ধানের মাঠ ছাপিয়ে      মরুর ঘোড়া ছোটে
বাংলা বুঝে ওঠার আগে        আরবী মরীচীকা
জ্বালায় মনে ধর্ম-পিপাসা       লাগে না পাদটীকা।



ডুবে ডুবেই চলে যাবে          শ’ নটিক্যাল দূরে  
ভুস করে সে উঠবে জেগে     সমুদ্রজল ফুঁড়ে
উঠেই বলবে এই নোনাজল    তিরিশ লাখের চোখ
শুকিয়ে এসে ভরিয়ে গেছে     ভোলো এবার শোক


আমরা এখন মুছিয়ে দেবো    অশ্রু ঝরার বেলা
এখন থেকে জলে স্থলে        আমরা নই একেলা
আকাশ মাটি নীল সুমদ্র        আজ আমাদের জেতা
স্মরণ করো বাংলাদেশকে      এবং দেশের নেতা।


১০
দেশ বাসিনা প্রেম বাসি        ভালো বাসার কথা
এ দুটিকে যোগ করলেই       অঙ্কে ভালো মাথা
না পারলে গন্ডগোলে           মাথাটা তাল গোল
কেউ পারেনা বলেই তারা      পাল্টে ফেলে ভোল।


যে পেরেছে সে হয়েছে         অর্থ শূন্য ঝোলা
তাই বলেকি প্রেম হয়েছে      অভিশাপের গোলা
সত্যিকারের প্রেম যদি হয়     দেশকে ভালো বেসে
দেশ তোমাকে জড়িয়ে নেবে   প্রেমের নাগপাশে।


১১
শেষ হাসিটা হেসেই রাজা     বসেন টেক্কা মেরে
রানী তখন শয়ন কক্ষে        কিরণ মালার ঘোরে
হাজার জালের জটা ছিঁড়ে    কূল পেলো না শেষে
ট্রাম্প মহাদেব দিচ্ছে তখন   ভাষণ হেসে হেসে।


দলের নয় হে আমি হব       সবার ডোনাল্ড ট্রাম্প
পানামা বা হিলারীকে         করেই দেব মাফ  
আর হবে না মেইল নিয়ে     ঝক্কি কোন রকম
বন্ধু পুতিন তেমনই চান       মুছে ফেলুন যখম।