হাওয়ার সাথে শীত
শীতের সাথে হিম
তোমার জন্য ফায়ার প্লেসে
অগ্নি স্ফুলিঙ্গ নীল
কখনো জ্বলছে পাখনা মেলে
কখনো কমছে তেজ
বাইরে যদিও প্রাণহীন গাছ
ভিতরে সব সতেজ।
বরফের সাদা কঠিন চাদরে
মুড়ে আছে মাটি জল
বড়দিন দেখি নয় তত বড়
ছোট দেখি অবিচল।
এই দিন জানি বড়দিন নয়
দৈর্ঘ্য ও ব্যপ্তি দিয়ে
বড়দিন বড় হয়েছে যীশুর
মহা আগমন পেয়ে।


তোমার স্বদেশ বরফ-চাদরে
মুড়ে আছে চরাচর
তার ভিতরেই আসেন সান্তা
ভেরি ক্লজ ফি-বছর।
আমার এদেশ নয় সে রকম
বন্ধু, স্বজন ও ভাই
এমন মধুর সবুজ সতেজ
একটি দেশও নাই।
এই পৃথিবীর গোলক খুঁজে
কোথাও পাবে না তা
শীত যতটা স্পর্শ করে
সবুজও ঠিক ততটা।
শীতের সকালে খেজুরের রস
যতটা সু-স্বাদ দেবে
পানের গেলাশে ঠোঁট ছোঁয়ালে
সেই আস্বাদ পাবে?
অাগুন পোহায়ে যতই তোমার
শরীর উষ্ণ করো
বাংলাদেশের খোলা রোদে তার
কিঞ্চিত মেলে বলো?
পাকা ধানগুলো সোনার ডানায়
ঐশ্বর্য্য মেলে ধরে
তোমাকে আমাকে আর সবাইকে
সাদরে বরণ করে।


এই বড়দিন তোমার জীবনে
উত্তাপ ছড়িয়ে
আসছে বছরে আলো করে দিক
যত হিম ঝরিয়ে।
শুভ বড়দিন, শুভ হোক যীশু
তোমার মানবতাবাদ
পৃথিবীটা হোক মায়াময়, তুমি
করো সে আশীর্বাদ।
বার বার যেন আসে এই দিন
সেই বারতা নিয়ে
বড়দিন হোক সবদিকে বড়
ভূ-মন্ডল ছাড়িয়ে।


২৫ ডিসেম্বর ২০১৬, রবিবার, ঢাকা, বাংলাদেশ।
১১ পৌষ, ১৪২৩।