দ্বিধা
খন্দকার আরশাদুল বারী

দ্বিধায় থাক তু‌মি
দ্বিধার স‌ঙ্গে রা‌ত্রিবাস
আ‌মি দ্বিধাহীন খুঁ‌জি
তোমা‌কে; তোমা‌তে মগ্ন পূর্ণ দিবস!

কি‌সে পা‌বো আস্থা তোমার
কি‌সে হ‌বে নি‌শ্চিন্ত
কেম‌নে হ‌বে পু‌রোটা আমার
আমা‌তে হ‌বে মুগ্ধ নেত্র!


সাত সমুদ্দর তের নদী
পা‌ড়ি দিতে রাজী আ‌মি
তবু য‌দি হয় ঠাঁই
তোমার ম‌নের জানালায়!

‌ভেবে ভে‌বে কে‌টে যায়
দিবস ও রজনী
পাই না খুঁ‌জে উপায়
দ্বিধাদ্ব‌ন্দ্বের আব‌র্তে
জীবন যন্ত্রণাময়!