এক বটগাছ
খন্দকার আরশাদুল বারী

এক‌টি বটগাছ
বিস্তৃত শাখাপ্রশাখা
কত শত পা‌খির আনা‌গোনা
নি‌চে আ‌লো আধারী ছায়া
পরাণ জুড়ায় কত জনের
পা‌খিরা নি‌য়ে যায় তার বীজ
পাকস্থ‌লি ভ‌রে
দূ‌রে কোথাও।

এক‌দিন সেখা‌নে জন্ম হয়
নতুন কোন ক‌চি বটবৃক্ষ
তারও হয় বিস্তৃত শাখাপ্রশাখা!

পুরাতন গাছ‌টির তত‌দি‌নে অ‌নেক বয়স
হয়‌তো কোন ঝর এ‌সে
নি‌য়ে গে‌ছে তার দুখানা শাখা
কোন এক‌দিন সমস্ত এলাকার ঝঞ্ঝাট সব
নি‌জের মাথায় নি‌য়ে
শু‌য়ে প‌ড়ে‌ছে পৃ‌থিবীর বু‌কে।

এক‌দিন দু‌দিন মানুষ ব‌লে
তার কথা
পা‌খিরা বিলাপ ক‌রে
বাতা‌সেও গুনগুন ভে‌সে আ‌সে
তারপর আবার সব আ‌গের মত,
ভু‌লে যায় সক‌লে
একদা ছিল এক বটগাছ
প্রকান্ড সে, ছিল মাথা উচু ক‌রে
সক‌লের ছায়া হ‌য়ে।