আমি জানি আমার গাফিলতি ছিল কিছুটা
তোমারও তো অভিমান কম ছিল না
আমি জানি তুমি বুঝাতে চেয়েছিলে বারবার
তুমিও জান‌তে আমার রাজ্যটা পুরোই দ্বিধার
আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম নিউজটাতে
কি এমন হতো একটু সুযোগ দিলে
কিংকর্তব্যবিমূঢ় তাই পথ খুঁজেছি কবিতায়
হৃদয়ের রক্তক্ষরণ হয়েছিল কলমের ডগায়
হয়তো বুঝেছিলে নয়তো বুঝ নাই
আমি ছিলাম একান্ত নিরুপায়
স্মৃতিগুলোকে নীল খামে ভাঁজ করে
রেখেছি বুকের গভীরে
মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেলে
সঙ্গে করে নিয়ে যাব কবরে