প্রথম প্রেম
খন্দকার আরশাদুল বারী

আমা‌দের প্রথম ভালবাসা আজ থে‌কে বছর একু‌শেক আ‌গে
এক তাপদাহ গ্রী‌ষ্মের দুপু‌রে
তোমা‌তে আমা‌তে প্রথম মিলন
উন্মুক্ত প্রান্ত‌রে
তারপর কে‌টে গে‌ছে বহু‌দিন
পা‌ল্টে‌ছে তোমার রুপ
প্রসাধনী খরচও বে‌ড়ে‌ছে অ‌নেক
কিন্তু তোমার প্রতি টানটা র‌য়ে গে‌ছে আজও
প্রথম দি‌নের মত
এখনও সম‌য়ে অসম‌য়ে
প‌রিবা‌রের সবার অল‌ক্ষে
ভালবে‌সে যাই তোম‌া‌কে
আজও তোমার শরীর মোড়া‌নো সাদা কাপ‌ড়ে
ভিত‌রে তামাক আর নি‌কো‌টি‌নের অপূর্ব মিশ্রণ
অনন‌্য দেহ‌সৌষ্ঠব
আজও টা‌নে সে‌দি‌নের মত
আমার প্রথম প্রেম তু‌মি
হৃদ‌য়ে গ‌চ্ছিত আজও অম‌লিন।

০১/০৭/২০২৫; সকাল ৮:২৫