ফিরিঙ্গিরা যাবার কালে
দিয়ে গেলো ভার,
গরু, ছাগল পড়লে চোখে
ডাকবে- স্যার ! স্যার !


স্যারদের স্বভাব মীরের মতো
হাম্বিতাম্বি ভাব্ !
নরম পেলে হয় গো গরম
মুখোশে নবাব !


ডিগ্রি কয়েক থাকলে হাতে
চেয়ারটা শক্ত,
স্যারের মেজাজ পোয়াবারো
ঘন্টায় পাঁচ অক্ত !


আমি, আমরা যত ছাগল
দাস হইলাম তার,
সারাদিন-মান ডাকি তারে-
ম্যা... ম্যা... স্যার স্যার স্যার !