আমাদের দেশে হবে সেই নেতা কবে,
আশ্বাসে না বড় হয়ে কাজে বড় হবে
বিবেক, সধুতা, সুন্দরতায় ভরা মন
'হোক মানুষের কল্যান' এই যারপণ
দুর্দিনে মানুষের কাছে হবে যে আগুয়ান
নাই দুর্নীতি, শ্রেনীভেদ, উদার যার প্রাণ,
আছে স্বাধীনতা-সার্বভৌমত্ব, মিছে কেন ভয়
সোনার বাংলা হবে এদেশ সব বাঁধা করে জয়
যারা দেশ ও জনগণ শোষণ করে চলো,
এমন স্বার্থান্বেষী- অসৎ নেতা কে চায় বলো
মানুষেরে ভালোবাসো , দেশপ্রেমে হও মহীয়ান
ভালো মানুষ নেতা হলে, এ বিশ্বের কল্যাণ।


ঢাকা-সিলেট মহাসড়ক
১৩/০৭/২০২৩
অনুপ্রেরণায় কবি কুসুম কুমারী দাশ