বৈভব অর্থ কড়ি নাও থাকে যদি
নাও হও যদি বাংলো বিহারের অধিপতি
কিংবা নাও থাকে  তোমার প্রভাব-প্রতিপত্তি
আপনারে ভেবোনা দরিদ্র, দীন তুমি নও।
যে না দিতে জানে সম্মান মানুষে
স্থান-কাল-পাত্র-বয়স নির্বিশেষে
তারে তুমি ধনাঢ্য কইবে বল কিসে?
দীন সে, দীনতারও বহু নীচে।


যার ক্ষুরধার কন্ঠ করে আহত
হৃদয়ে হানে অবিরত আঘাতের ক্ষত
যার ঠোঁটের কোণে, নাই কোন হাসি
অহংকারেরা যেথায় করে ভাসা ভাসি
দৃষ্টিতে যার শুধু তাচ্ছিল্যের রেষারেষি
মানুষ নয়, পশু সে মানুষ বেশী।


সে মানুষ  বল মানুষ কেমনে হয়,
যার হস্ত-কন্ঠে অন্য জনা নিরাপদ নয়।


তার চেয়ে আর কে আছে বলো ধনী?
সরলতায় পূর্ণ,  সুবিশাল যার হৃদয়খানি,
যার ব্যাক্যে আছে নিদারুণ মধুরতা
সরল দৃষ্টিতে সহমর্মিত-স্নিগ্ধতা
যার আচরণে আছে শুধু মুগ্ধতা
ঠোঁটের কোণে যার নির্মল হাসি করে খেলা,
কঠোর হবে কেমনে মনিব সেই কঠিন বেলা।


২৯/০৫/২০২৩