একান্নটি বছর ধরে এই বুকে
আগলে রেখেছি তোমাকে
যেমন করে এই আকাশ যুগ যুগ ধরে
বেদনার নীল কে আগলে রেখেছে।


জোহরা,
তুমি আজও সেই কৈশোরের মত রঙিন
আমার কিশোর মনের ভয় আর প্রেম
আটকে গিয়েছিলো তোমার মাঝে
সমুদ্রের প্রতিটি জল বিন্দুর মত করে
যেমন করে মিশে গেছে একে অপরের সাথে।


আমার কিশোর মনে সন্ধ্যা নামতো
রংধনুর সব রঙ নিয়ে,
তোমার টানে কতবার সন্ধ্যা সাজে
দিয়াছি পাড়ি উত্তাল মেঘনার বুক।
তোমাকে দেওয়া কথা রাখতে মজনু আমি
বিদ্যাসাগর হয়ে সাতরেছিলাম সেই নদী,
অতঃপর  তোমার ক্রোধান্বিত চোখে,
দেখেছিলাম ভালোবাসার এক তীব্র অনল।
সেই আগুনে আজও আমি পুড়ি।


মেঘনার ধারা আর জোছনায় ভেজা তুমি
ছিল বেশ  মোদের ভালোবাসার দিনগুলি
যখন যৌবন, ডাক এলো যুদ্ধে যাবার,
কথা দিয়েছিলাম তোমার কাছে ফিরব আবার,
শ্রাবণের ধারার মোতো অঝোরে কেঁদে ছিলে
আমার বিদায় চিঠি হাতে, তুমি বিদায় দিলে,
ফিরে এসে ঘরে তুলবো তোমায়
ন-টি মাস বেঁচে ছিলাম  সেই আশায়,
আমার সেই সুখ সইলো না আমার ললাটে
সে তুমি শহিদ হলে নিষ্ঠুর হায়েনার হাতে।


বিশ্বাস করো জোহরা,
সমুদ্রকে আক্রে থাকা জলরাশির মতো
তুমি প্রতি মুহূর্তে আমার মাঝে বেঁচে আছো
এই পৃথিবীতে তোমার মতো আর কেউ নাই
আমার শূন্য ঘর আজও তোমার অপেক্ষায়
একান্নটি বছর ধরে আছো তুমি হৃদয় অন্দরে,
আজীবন বেঁচে রবে, শত রঙিন স্মৃতির ভীরে।
.