সন্ধ্যা পেরুনো এক মধ্য রাতে
অচেনা বনোফুলের সুভাস বয়ছিল,
পাতা ঝরা গাছগুলোর পাহারায়
লাজহীন জোছনা লুটিয়ে পড়ছিল মাঠে
আমি ঘাসের শিশিরে হাত ভিজিয়ে,
অপেক্ষায় ছিলাম।


কোন এক অজানা নির্জন দ্বীপে
বিশাল সমুদ্রকে সামনে রেখে,
গোধূলি পেরিয়ে যখন ঘুটঘুটে অন্ধকার
লোনাজল ঘেসে আসা বাতাসে
প্রবালের বুকে বসে আমি, বড় আক্ষেপ নিয়ে,
অপেক্ষায় ছিলাম।


অপেক্ষায় ছিলাম,
ভোরের হিমশীতল বাতাসে
শিশির স্নাত ঘাসে নগ্নপায়ে।


অপেক্ষায় ছিলাম,
মেঘের পানে দুবাহু বাড়িয়ে
হাওয়রের বুকে ঝুম বরিষায়।


অপেক্ষায় ছিলাম,
ভয়ার্ত চোখে
কালবৈশাখীর নৈশ ঝড়ে।


অপেক্ষায় ছিলা,
জোনাকির আলোয়
বকুলের মালা হাতে।


অপেক্ষায় ছিলাম
অপেক্ষায় ছিলাম, কবে আসবে তুমি?