কৃষ্ণ শুভ্র ভেদাভেদ না-ই হলো
আমি শূন্য-কেই বেসেছি ভালো,
শূন্য থেকে সৃষ্টি সব, শূন্যতে যাবে মিশে,
ফল হবে শূন্য, লাভ কী হিসেব কষে?
শূন্যতে যে জীবনের শুরু, শূন্যতেই শেষ,
শূন্য-কে চিনিলে এ জীবন বেশ।
শূন্যকে বুকে নিয়ে, শূন্য হাসি হেসে,
শূন্য আমি পাড়ি জমাবো স্তব্ধ পরদেশে,
তোমারা যে যা-ই কিছু বলো,
আমি শূন্য-কেই বেসেছি ভালো।