তুমি আসবে বলে
বসন্ত এসে দাঁড়িয়েছে চৌকাঠ;
তুমি আসবে বলে
ফুলে ফুলে ভরে গেছে মাঠঘাট।


তুমি আসবে বলে
রামধনু দেখ সাত রঙে হেসেছে;
তুমি আসবে বলে
পাখিরা আকাশে ডানা মেলেছে।


তুমি আসবে বলে
সব কাল রঙ বাতাসে ভেসে গেছে;
তুমি আসবে বলে
বিবর্ণ স্মৃতিরা নানা রঙ পেয়েছে।


তুমি আসবে বলে
নদীতে বেড়েছে জলের গতি;
তুমি আসবে বলে
প্রজাপতি আজ শুধু প্রজাপতি।


শুধু তুমি আসবে বলে!