যখন আমি ছোট ছিলাম
বাসতো সবাই ভালো,
বড় যখন হয়ে গেলাম
আদর কমে গেল।


সবাই বলে বড়রা বেশ
শান্তশিষ্ট হয় -
ছটফটানি কাজগুলো
মোটেও ভালো নয়।


সবাই যখন খেলা করে
তখন আমি পড়ি,
কাজের চেয়ে অকাজগুলো
বেশি বেশি করি!


মা বলে, খাবার সময়
কথা বলতে নেই,
আমি বলি, শোন বাপু!
সব সময়
জ্ঞান দিতে নেই।


তাই,
মনে মনে ভাবি আমি
বকবে যখন ওঁরা,
তখন আমি হয়ে যাব
নীল আকাশের তারা।