ক্ষমতা আর বুলডোজার হেরে গেলেই
আগুন লাগে বস্তিতে,
কেউ পুড়ে যাওয়া স্বপ্ন কুড়ায়
আর অন্যকেউ ফ্ল্যাট বুকিং এর সাইনবোর্ড লাগিয়ে
দিন পাড় করে স্বস্তিতে।
.
এ আগুন যেনতেন নয়
কয়েক সেকেন্ডে নিঃশেষ হয়ে যায়
নব বিবাহিতার মনের সাজানো গোছানো সংসার,
তোমরা অবৈধ বস্তি খালি করো
শুধু নোটিশ আসে উপর মহল থেকে বারবার।
.
নোটিশ বুলডোজার যখন ব্যার্থ
রাতের আধারে হয়ে যায়
পুরো বস্তি আগুনে পুড়ে ছাই,
সন্তানকে বুকে চেপে
বনপোড়া হরিনীর মতো ছুটছে মা
পেছনে পুড়ছে সংসার
তাকিয়ে দেখে পড়নের কাপড়টুকুও নাই।


আজও বের হয়নি বস্তিতে আগুনের রহস্য
দমকল বিভাগ হাবিজাবি তুলে ধরে -
নিজেদের দায় সারে -
হাজার স্বপ্ন পোড়ার দায় কেউতো নেয়না,
নগর পিতারা থাকেন অতিমাত্রায় নীরব
আমরা কেবল জানতে পারি এই সরকারি বয়ান, ‘কর্তৃপক্ষ দায়ী নয়’।
কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানে না।