সত্য বললে টুটি ধরে চুপটি করে
বসিয়ে দেওয়া হয় যে বন্য সমাজে,
এরা প্রজা না হয়ে ভেবেছো হবে রাজা?
আসবে কি দেশের স্বার্থের কোন কাজে ?
সুশাসনের স্লোগানে বললেই কিছু
করিয়ে দিবে জোরসে ধরে মাথা নিচু
বলবে এখনো থাকতে মানসম্মান,
ভাল না লাগলে চলে যাও পাকিস্তান।
.
লুটেপুটে খাওয়ার - সমাজনীতির
চুপ না থেকে, লেগে থাকলে তুমি পিছু,
প্রতিবাদী হলেই সেলাই হবে মুখ
বলে অকপটে ভয় দেখিয়ে আমায় !
সত্যের কলম ভেঙ্গে তুমি
উল্টো লিখো নয়তো ঘটে যাবে অপ্রত্যাশিত কিছু।