এইতো কিছুদিন আগে খোশগল্পে মশগুল
একসাথে হেটেছি হাতটি ধরে,
আজকে নাকি সে কোন এক গাড়ি দুর্ঘটনায় প্রাণহীন
রাস্তায় নাড়িভুঁড়ি আছে পড়ে।


চালকের অবহেলায় প্রতিদিন
ঘটছে সড়ক দুর্ঘটনা এই দেশে,
আবাল বৃদ্ধ শিশু কেউ পাচ্ছেনা রেহাই
ইচ্ছেমতো দিচ্ছে পিষে।


কারো সাথে জড়িয়ে থাকে
একটি পরিবারের তিলেতিলে গড়া স্বপ্ন,
মুহুর্তে বেশ, হয়ে যায় নিঃশেষ
পাগলপাড়া হয়ে যায় মা
হারিয়ে তার আদরের মানিক রত্ন।


সড়ক দুর্ঘটনার প্রতিরোধে কঠোর আইন করলেই
পরিবহন মালিক শ্রমিকরা
সড়ক মহাসড়ক করে দেয় অচল,
নিত্যদিন কোথাও না কোথাও
কোন প্রকার দোষ ছাড়াই ঝরতে থাকে
স্বজন হারা মানুষদের চোখের জল।


এদেশের নিয়ম বড়ই অদ্ভুত
প্রশিক্ষিত না হলেও চালক
টাকার খেলায় পেয়ে যায় অনুমতিপত্র,
মানুষের জীবন যেন জন্তুর চেয়েও কমদামী
অল্পকিছু টাকায় মামলা ডিশমিশ
স্বান্তনা দেয় পড়ে ক্ষমতার মন্ত্র।