যে দেশে শিশু থেকে শুরু করে ধর্ষিত হয় ৮০ বছরের বুড়ি
সেই দেশ আবার স্বাধীন কীভাবে হয় সেই চিন্তাটাই করি।
যে দেশেতে ধর্ষিত হয় তনুর মতো মেয়ে
পায়নি তারা সুষ্ঠু বিচার হাইকোর্টেতে গিয়ে।
শরীরের রক্তটা মুছে যায় হয়তো
সময়ের ব্যবধানে ক্ষতটাও শুকিয়ে যায় একসময়,
নরম শরীর পেয়ে শুধু রক্তাক্ত করে নি
ক্ষত-বিক্ষত করে স্বপ্ন, আশা, ভালোবাসা আর ভরসা
ফুলের মতো গন্ধময় জীবনটা করে দিয়েছে পঙ্কিল গন্ধময় ।
একাত্তরে যখন পাক শুয়োরের দল
মা বোনদের ইজ্জত করেছিলো লুন্ঠন
প্রতিশোধের নেশায় ফুঁসে উঠেছিলো পাড়া মহল্লাময়,
আজ স্বাধীন বাংলার মেয়ে ধর্ষণ করছে খাঁটি বাঙ্গালী ছেলে
অথচ নির্বোধ মাথা মোটা জাতি হা করে তাকিয়ে রয়।