চলে যাওয়া মানেই যদি প্রশান্তি হতো
অনেক আগেই ছেড়ে যেতাম চলে,
লুকিয়ে লুকিয়ে অশ্রু জড়িয়ে
যাওয়ার বেলায় যেতামনা কিছু বলে।
কষ্টগুলোও মাঝেমধ্যে তীব্রতর হয়
চাওয়া না পাওয়ার কারন অ-কারনে,
রক্তনালী আজ ছিড়ে যেতে চায়
ভাল মানুষদের উগ্র আস্ফালনে।
.
যন্ত্রণাগুলোর অগ্নুৎপাত ঘটে শিরায় শিরায়
ভয়ংকর ভাবে বেচে থাকি
গড়িয়ে পড়া পদ্ম পাতার জলে।
বারেবারে আসি ফিরে
শত সহস্র বাহানা খুঁজে
অন্ধকারে চোখটি বুঝে
অলৌকিক মায়ার মারপ্যাঁচ কৌশলে।