জিকির করেন হুয়া হুয়া
শরীরটাকে নাচিয়ে,
বাপ দাদার কিচ্ছা শুনান
ধর্মটাকে প্যাচিয়ে।
কিচ্ছা শুনে ভক্তরা সব
লাফায় বাঁশের ডগায়,
যতবার দেখি, ততবার-ই
বান্দরকেও হার মানায়।
.
ধর্মটাকে পুঁজি করে
কাটাচ্ছেন দিন জমজমাট,
হাসরের মাঠে চলবে জাহাজ
নোঙর তুলবেন সদরঘাট।
জর্দা দিয়ে পান খেয়ে
ঠোঁট করেন লিপস্টিক,
তামাক পাতা হারাম হলে
জর্দার ফতোয়া কেমনে হয় ঠিক?
.
ভক্তরা সব মুগ্ধ হয়ে যান
পীর বাবার ঐ আস্তানা,
পাবনা যেতে আর হবেনা
এখানেই বড় পাগলদের কারখানা।
অন্যায় দেখে চারপাশে
ঝুপড়ি মেরে থাকেন বসে,
চোখ দুটি পীর বন্ধ করে
হাত উঠিয়ে ভক্তদের দেন সান্ত্বনা,
তোমরা ঘুপটি মেরে চুপটি থাকো
আমার আছে আধ্যাত্মিক সব ভাবনা।
.
পীর নাকি সে গোয়াল গরু
মাথায় কিচ্ছু ধরেনা,
আমি বাপু মূর্খ মানব
বাপ দাদার কিচ্ছা শুনিনা।