রাজনীতির ঐ নীতিবাজরা
চলেন রাজার হালে,,
নীতিবাক্য বরগা দিয়ে
গ্লাসে মদ ঢালে ।।।।।।
বেশভূষা তার চাম্মাকচাল্লু
গলায় বাধেন টাই,,
সুন্দরীদের পাশে রাখেন
চোখে দেখেন ছাই ।।।।।।
.
মঞ্চে উঠে উচ্চস্বরে
নীতি বাণী ছাড়েন,,
দেখা হলে ছোট বড়
শুধু সালামআলায়কুম মারেন ।।।।।।
চরিত্র তার সরল সোজা
চেহারা মায়ার ডিব্বা ভরা,,
ভোট শেষ হতে না হতেই
চরিত্র -তে পড়ে চৈত্র মাসের খড়া ।।।।।।
.
জনগনের ভোটে তিনি এমপি মন্ত্রী
শুধু টাকা কষে,,
দেহ দেখানো যাত্রাপালা জুয়ার আসর
তার পারমিশনে বসে ।।।।।।
মোল্লাদের মাহফিলে তিনি
ফেলেন কুনজর,,
১৪৪ দ্বারা ঝারি করে
ভাঙেন অন্তর কাবাঘর ।।।।।।
.
রাজনীতিতে এখন রাজার নীতি
ধাপ্পাবাজি চলে বার মাস,,
সামনে দিয়ে বুকে টানে
পিছনে দেয় আইক্কাওয়ালা বাঁশ।।।।।।।
.
(বি.দ্র. কিছু ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত)