বৃদ্ধাশ্রমের কোনে বসে
কোন এক বৃদ্ধা মায়ের সাথে
দেখি রগ গুলো দিয়ে, রক্ত উকি দিয়েছে
পুরো শরীর আর হাতে।
.
১৩ টি বছর কেটে গেছে মায়ের
বৃদ্ধাশ্রম করে পার,
কত আঁখিজল হয়েছে বিফল
হিসাব মেলেনি তার।
হয়ে সন্তান হারা যেন পাগল পারা
ঝরিছে অশ্রু অঝরে,
বুকে লয়ে ব্যাথা জমিয়েছে কথা
রক্ত মাংস গড়া কষ্টের পাহাড়ে।
.
৬৭ বছর পার হয়েছে
সমন আসিলো ঘরে,
এবার ফিরে যেতে হবে হয়তো
শেষ ঠিকানার তরে।
যে সন্তানকে রেখেছে
পেটের ৩ তিনটি স্তরে,
এই চার দেয়ালের ঘড় হলো ঠাই
তাদের -ই হাত ধরে।
কাটেনা দিন যায়না ভাল
কবরীবন্ধন রাত,
এখনো!!!!
মানিক রতন গর্ভের ধন সোনার জন্য
যায়না পেটে ভাত।
.
সন্তানেরা আজ খুবই busy
দেখেনা মায়ের কান্না,
নয়নের ধারা হলো দিশেহারা
বহিলো প্রবল বন্যা।
রেখেছে পা যখন পরিজনহীন ঘরে
মরেছে মৃত্যুর স্বাদ,
আকাশ বাতাস প্রকম্পিত হয়
দেখে মায়ের করুন আর্তনাদ।
.
অবহেলিত আজ তাদের কাছ থেকে
যাদের বুকের রক্তে গড়া,
গাছের ঝরা পাতা, বৃদ্ধ পিতামাতা
সবইতো সমাজ ছাড়া।
সারা জীবন ধরে বুঝেনাই ওরে
কে আপন কেবা পর,
আপন ছিলো যারা পর হলো তারা
আপন হলো আজ পর ।