আমরা সবাইতো পরিবর্তনশীল
কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি অনেকবার!
সময় থাকেনি থেমে,
পরিবর্তনের চাকায় পিষ্ট করে চলেছি
অতীত, বর্তমান, ভবিষ্যত! যার যার!!!!!!!!
.
খোলস পাল্টিয়েছি ইচ্ছেমত !
রঙ বেরঙে রাঙিয়েছি মন,
হয়তো এটাই প্রকৃতির নিয়ম,
আমিও এই নিয়মের-ই একজন।
.
সময়ের চাকা চাহিদা কে বদলে দিয়েছে
স্বত্তা এখনো পড়ে আছে সেই সীমিত,
গোলাকার বৃত্তে, যেখানে আমার অতীত,
প্রতি মুহুর্তে গুমরে কেঁদে হয় মৃত।
.
সামনে পারিনা এগোতে
পথ আগলে দাড়ায়! ভয়ংকর একটা পিছুটান!!!!!!!!!
হিংস্র পশুরাও তাড়া করে বেড়ায়
বাকরুদ্ধ হয় জীবন্তি সাহসী প্রাণ।
কিছুদিন আগেও মুক্ত পাখির মত
ডানা মেলে উড়তাম।
ঘাস ফড়িং আর জোনাকি পোকার পিছনে
দিন থেকে রাত ছুটতাম।
.
এখন আর হয়না উড়া ডানা গুলো
বিশাল দেহী উটের মত ভার মনে হয় আজ কাল।
হাতের মুঠোয় রাশি রাশি অপুর্নতা!
ঘাস ফড়িং এর পিছনে হয়না ছুটা
আগের মত কাটছেনা আর দিনকাল।
.
সেই কতদিন!
কি যে এক মিছে মায়ায়
জীবনের পিছে চলছি ছুটে!
সময় আসলেই বড় স্বার্থপর
চাহিদাসূত্রে জীবনের মজা নেয় যে লুটে।
সম্পর্ক এখন আর হয়না গড়া
শুধু কেবল ভাঙনের সুর!
নদীর ভাঙনের মতই ভাঙে জীবনের এপার ওপার!
জোয়ার ভাটা যাচ্ছে মিশে অচিনপুর।
.
বুকটা ফেটে কান্না আসে
শত চেস্টায় ও কাদঁতে পারিনা
মরুভুমির শুষ্কতা আজ চোখে মুখে।
বিশাল দেহী দানবরা মাড়ায় আমার আঙিনা
কষ্ট গুলো হয় পাহাড় সমান এই বুকে।