তিন ফুট করিডোরে অনেক সপ্ন দোলে
অনেক-অনেক সপ্ন হারায় দীর্ঘশ্বাসে
উঁচু-উঁচু প্রাচীর ঘেরা বন্দী জীবনে
নিজেকে খুব অসহায় লাগে ।
দম বন্ধ করা ভ্যপসা গরম  
মানুষে-মানুষে লাগে টক্কর
মানুষ আর অমানুষের  একটাই ঘড়
নিঃশ্বাসে প্রাণ বায়ু যায় আসে
এই বুঝি যাবে উড়ে আমায় ছাড়ি ।
হতাশা গিলে খাচ্ছে প্রতি নীয়ত
কবে হবে মুক্তি, আর কত প্রতিক্ষা ?
কত কত প্রশ্ন ভীড় করে মনের ঘরে…
আমায় নিয়ে ভাব্বার সময় নেই কারোর  
এক টুকু খোঁজ রাখেনা
কেমন আছে মা ?
কত দিন দেখি না তোমায়  
আরো কত কি …।
সব প্রশ্নের উত্তর আটকে যায়  
নিয়ম অনিয়মের বেড়াজালে
উঁচু-উঁচু প্রাচীর গুলি আরো উঁচু লাগে
থেমে যাবে কি জীবনটা ?
মাথার উপর খোলা আকাশ  
থমকে গেছে দৃষ্টির সীমানায় ।
ভাবনা গুলো নির খোঁজে ফিরে
সপ্ন গুলো ধুসর।
অপেক্ষা শুধু মুক্তির …
উঁচু-উঁচু প্রাচীরের বাধা পেরিয়ে
মুক্ত বিহঙ্গে উড়বো আকাশে ।