আমি আছি ,
স্মৃতির পাতায় অযত্নে অবহেলায়  
তবুও অমলিন মনের গহিনে
মনের অজান্তে...।
আমাকে ভূলে যাওয়া সহজ নয় ।


এই শহর জানে ,
নয়তো বেমালুম ভুলে বসে আছে ।


সেই প্রথম দেখা,
পহেলা বৈশাখে টিএস সি
তোমার পরনে গোলাপি জামা
সারাদিন রিকশায় এদিক-অদিক ঘোরাঘুরি
সন্ধ্যা নামার আগে বাসায় ফেরার তারা
ডি টাইপ কলোনির গেটে ঠায় দারিয়ে
তোমার চলে যাওয়া দেখছি অপলোক
পিছন ফিরে মুচকি হাসি
আবার হাটা …।
আমাকে ভূলে যাওয়া সহজ নয় ।


বেইলি রোডের,
ফুটপাথ ঘেষা ফুল দোকান
কম পয়সার গোলাপ
তোমার কালো কেশি খোপার অলংকার ।
আমাকে ভূলে যাওয়া সহজ নয় ।


গ্রিন রোডের মোর ,
টং দোকানি মামার চোখে জিজ্ঞাসা
মামা কই ?
অফিস শেষ হয় নাই ?
আসতেছে  রাস্তায় …
এক কাপ চা দাও ,চিনি কম…।
আমাকে ভূলে যাওয়া সহজ নয় ।


বত্রিশ নাম্বারের,
ছায়া ঘেরা লেকপার
টিনের ছাউনি তোমার কোলে মাথা
মন চায় কেটে যাক আজীবন …।
রাত নামলে শহরে,
মেট্রলিঙ্ক চেপে বাসা ।
মন জুরে বিশাধ,
তবুও যেতে দিতে হয়।
আমাকে ভূলে যাওয়া সহজ নয় ।


দূরন্তপোনার একদিন,
চেনা শহর ছেরে অজানার পথে
উত্তাল পদ্মার পারে সবুজের খেলা
কাশফুলের শুভ্রতায় নদীর জলে সুর খেলে
তুমি ,আমি ও আমারা কজনা
সময় টা বেশ কেটেছিলো …।
মনে ছিলো শঙ্কা ,
মায়ের বকুনির উৎকণ্ঠা …
ভিষন মনে পরে ।
আমাকে ভূলে যাওয়া সহজ নয় ।


ফ্রি-স্কুল স্ট্রীটের অন্ধ গলি,
নুন্তা দেয়ালের গোলাপি সংসার
তোমার –আমার ।
আমার অপেক্ষা ,
তুমি আসবে নিরবে…
বইয়ের ব্যগে আস্ত সংসার ​
ঘুরেবেরায় শহর জুরে ।
আমাকে ভূলে যাওয়া সহজ নয় ।


গ্রিন রোডের ভোজন বিলাস,
বাটার নান আর চান মিয়ার সুপ্রিয় চা
রোজকার সন্ধার ভোজ।
কাঠাল বাগান ঘুরে…
বাংলামোটর টু কাওরান বাজার সিগনাল
নিউ ভিশনের খোজে …।
আমাকে ভূলে যাওয়া সহজ নয় ।


কাজ শেষে ক্লান্ত শরীর
শাহাবাগের সিলভানার
চা চক্ররে ...।
মন তোমার ভাবনায় মসগুল।
হাজারো সপ্ন নিয়ে বাসায় ফেরা
আমাকে ভূলে যাওয়া সহজ নয় ।


আরো কত কি আছে…
শহরের আনাচে –কানাচে…
আমি আছি ,
আমার না থাকা জুরে ।
আমি আছি ,
যার থাকা প্রয়োজন নেই ।