তিলোত্তমা নগরী তোমার আঁষ্টে পিষ্ট লেগে থাকা
বাঙ্গালির ইতিহাস ঐতিহ্য  
তোমার বুক চিরে কত বিজয় এসেছে
কখন বর্ণিল সাঁজে কখন গম্ভীর মুখে
তবুও তোমাকে ঘিরে কত অভিযোগ
কত অভিমান......।
সাজ-সাজ রবে অট্টালিকা গুলি আকাশচুম্বী
ফুটপাত ঘেঁসা বেলুন গাড়ি আর
টংদুকানের বাহারি পসরা
চোখ জুড়ায় ...।
পথ গুল বাহারি রথে ঠাসা
ধনীর বিলাসিতা কিঞ্চিত প্রয়োজন ও বটে
অন্দর মহলের ঝলমল আলোয়
কষ্ট চেপে রাখা নিষ্প্রাণ হাসি  ।
ফুটপাত আর রেল লাইনের ধারে কোন বস্তি তে  
বয়স ঊর্ধ্ব  নয়ত নিষ্পাপ শিশুর  
আধপেটা খাওয়া উদাসী নয়ন ।
তোমার সকল অর্জন ধূলায় লুটায়
তুমি ভেবে দেখেছ কি ?
ইতিহাস তোমাকে গর্বিত করেছে
ইতিহাস ই ধিক্কার জানাবে
এখনি ভাবার উপযুক্ত সময় ।
সিগন্যাল বাতির ইশারায়
রথ যাত্রার খানিক বিরতি ।
মাজ বয়সী নারি নয়ত পথ শিশু
যার হাতে বই থাকার কথা ছিল
সে হাতে ই এক গুচ্ছ ফুল
ঠোঁটে মলিন হাসি  
বিনিময় চাই খাদ্য ।
আফা ফুল নিবেন ...আজ খাই নাই ।
নিষ্ঠুর নিয়তির নির্মল হাসি ।
যাত্রা বিরতি র সমাপ্তি ।