লাশের মিছিল আরো অনাগত লাশের অপেক্ষা
শব্দহীন কান্নায় বাতাস হয়েছে ভারি
আমার চোখ বেয়ে দর দর করে জল ঝড়ে
বুকের ভিতরে বোবা কান্না   ।
আমার শরীর জুরে ক্লান্তি নামে
কোথায় হারিয়ে  গেলো প্রাণ শক্তি
আর পারছিনা নিজেকে ধরে রাখতে।


এইতো সেদিন......।।
প্রাণচঞ্চল মানুষ গুল যা ইচ্ছে করে বেরাতো
হাসি গানে মাতিয়ে রাখত সারা বেলা...
দল বেধে গোল্লা ছুট,বোউচি খেলা নয়
মিথ্যে আশায় অভাব ভুলে থাকা
কেটে যায় আরো একটা দিন
নতুন ভোরের অপেক্ষা
আসেনি সে ভোর
আসছে খবর নতুন ঠিকানা
মৃত্যুপুরী দেশের ।


অনেক রক্ত দিয়ে এদেশ কেনা
যুগে যুগে তাদেরই রক্তে হলি খেলেছে
রক্তচোষা র দল...।
এখানে শাসক-শোষক একাকার!
ওরা শাসিত, নির্যাতিত,নিপীড়িত
মুক্তি মিলে নি আজও।
দেশের চাকা ঘুরতে থেমে যায় জীবনের চাকা
কোথায় আমাদের সেলাই দিদি মনি ।


এ শহর হারিয়ে গেছে শোকের আঁধারে
কান্না আজ শব্দ হারিয়েছে
শোক দিশেহারা......
লাশের মিছিলে নতুন লাশের একাত্মা
সময়ের সাথে সাথে বাড়ছে হিসেব টা...।
চোখের কোণে জমে থাকা জল
নিজের অজান্তেই খসে পরল এক ফুটা
অন্তিম এ যাত্রায় আর কতো লাশ যাবে ?
জানি না জানতে চাইনা ।
পারি না আর পারি না সইতে
থামাও  তোমরা থামাও এ যাত্রা ।