এই শহর…।
কোলাহলে মুখরিত ব্যস্ততাময়
গভীরে শূন্যতা, বিষণ্ণতায় ধুঁকছে
অন্ধকারে মুড়ানো  মেকি র রাজ্য ।


এই শহর…।
শহর জুরে লাল-নীল আলোক বাতি  
চোখ জুরায় মোন ভুলায়
গভীরে তার অন্ধকার
গলি র মুখে দীর্ঘশ্বাসের সারি ।


এই শহর …।
ভেসে যায় আবেগের নুনা জ্বলে
নিদারুণ বাস্তবতায় গাঁ-ভাসায়
ধোঁকার ধোয়ায় শহর আচ্ছন্ন  
প্রতারিত সমাজ রাষ্ট্র ।


এই শহর …।
আকাশে বাতাসে কত সপ্ন্ ভাসে
মানুষ গুলো মরীচিকার পিছনে ছুটছে
সপ্ন কবে হবে সত্যি …
জীবন ফুরলে কি?


এই শহর …।
পুঁজিবাদের যাঁতাকলে পিষ্ট মানবতা
আধপেটা খাওয়া কর্পোরেট
রুগ্ন পরিবারের
একমাত্র ভরসা ।  


এই শহর …।
শহরের চৌকুনো বক্সে  
কত-শত নাটক চলে
জীবন- জীবিকার মঞ্চে ।