আমি এক অনবদ্য গল্প
তুমি আমার উষ্ণ কবিতা
আমি হারাতে চাই না তোমাকে
তবুও হারাই বার-বার  
তোমার সুখ-দুঃখ ,হাসি-কান্না
আমার কবিতার উপজীব্য ।
তোমাকে আমার প্রয়োজন
ভীষণ প্রয়োজন…
এ জন্মে পর-জন্মে সবখানে ।  
তোমাকে আমি পড়ি দিবা রাত্রি
রচনা করি কাব্য।
মনের আকাঙ্ক্ষার তীব্রতায়
মিশে আছো তুমি ।
পান থেকে চুন খসলেই
রেগে-মেগে হই আটখানা।
ক্ষণে-ক্ষণে হারানোর শঙ্কা
মনে ধরে ভীষণ জালা ।
উৎকণ্ঠায় পার করি সারাবেলা  
এই বুঝি হারায় যাবে দূরে।