সবকিছু কেমন থমথমে লাগছে-
গাছের পাতা,
জোনাক পোকা,
আমার হৃদপিণ্ড।
বারান্দায় কিছু আধ শুকনো কাপড়-
হঠাৎ দোল খেয়ে,
অবশিষ্ট আর্দ্র ভালবাসার কথা মনে করছে।
সবকিছু কেমন থমথমে লাগছে-
গাছের পাতা,
জোনাক পোকা,
আমার হৃদপিণ্ড।
আজ রাস্তার আলোক বাতির
পিন পিন শব্দটি ও হচ্ছে না,
কিছু উচ্ছন্নে যাওয়া বিড়ালের
অস্পষ্ট ক্রন্দন।
সবকিছু কেমন থমথমে লাগছে-
গাছের পাতা,
জোনাক পোকা,
আমার হৃদপিণ্ড।
তোমার কথা,তোমার হাসি
শেষ স্পর্শ-
অসম্পূর্ণ  প্রেমের পাণ্ডুলিপি,
সব পুড়িয়ে দিতে
মন চাইছে!
সবকিছু কেমন থমথমে লাগছে-
গাছের পাতা,
জোনাক পোকা,
আমার হৃদপিণ্ড।