তোমার ঘরে সুবাস ছড়াক অন্য ফুল
টগর, দোলন, হেনার ভিড়ে
অদ্য আসুক অন্য ফুল,
অন্য ভুল।


তোমার ঘরে সুবাস ছড়াক অন্য ফুল।
পূব দেওয়ালের আরশী বুকে,
মুকুর ভাঙুক অন্য গুল।
অন্য ভুল।


তোমার চারদেয়ালের আরাম কোঠায়,
ছন্দে নাচুক অন্য ফুল
অন্য ভুল।
তোমার কুর্সি, গদি, পালঙ্কতে-
আজকে বসুক অন্য কেউ,
রান্না ঘরের মসলাতাকের-
ফর্দ লিখুক অন্য কেউ,
আপিস শেষে বাসায় গেলে-
দরজা খুলুক অন্য কেউ,
রাত দুপুরে ভাতের পাতে-
ভোজন সঙ্গী অন্য কেউ।


মাঝের ঘরের শতরঁচিতে-
আজকে হাঁটুক অন্য কেউ,
নরম ঠোঁটের গরম চুমু-
ওষ্ঠে লাগাক অন্য কেউ,
খোলা অলক মুষ্ঠিকরে-
কাছে টানুক অন্য কেউ,


তোমার ঘরে সুবাস ছড়াক অন্য ফুল।
পূব দেওয়ালের আরশী বুকে
মুকুর ভাঙুক অন্য গুল,
অন্য ভুল?


তোমার ঘরে সুবাস ছড়াক অন্য ফুল।
টগর, দোলন, হেনার ভিড়ে
অদ্য আসুক অন্য ফুল,
অন্য ভুল।