তোমার পরে তোমার মতন কারো হাতের স্পর্শ পাইনি,
তোমার হাতে হাত রেখে পথ চলা পথিকের বোধহয় অভাব হয়নি।
তোমার পরে তোমার মতন কারো চোখে চোখ রাখা হয়নি,
তোমার চোখে চোখ রেখে নিজের সর্বনাশ দেখা চোখের হয়ত গণনা  হয়নি।
তোমার পাশে হেঁটে হেঁটে পথ হয়ত শেষ করতে পারিনি,
তোমার সেই দেখানো পথের দূরত্ব আমার মত কেউ হয়ত গ্রায্যই করেনি।


তোমার বুকে কান পেতে ভালবাসার সেই ঢিপঢিপ শব্দ আর শোনা হবেনা ,
শোনা হবে না মুঠোফোনে তোমার পরিচিত কণ্ঠের দীর্ঘশ্বাস কিংবা গান।
যতই বলি ভালবাসি, বাঁচব না তোমায় ছাড়া- তবু কেন জানি বলা হবেনা বেরিয়ে গেলেও প্রাণ।।
তোমার সাথে এক বিছানায় হয়ত আর কখনো পা দুলিয়ে বসা হবেনা,
কিন্তু সেই শয্যায় নানা রঙ আর সুবাসিত ফুলের হয়ত কমতি হবে না।
তোমার আমার গানের প্রিয় সুর গুলি হয়ত আমি গুনগুনিয়ে গাইবো না,
তোমায় গান শোনাবার ময়না- কোকিল গাইলে  গান আর থামবে না!
তোমার জন্য পথ চেয়ে হয়ত কোন কফিশপে বসে থাকা হবেনা,
হবেনা সেই গল্প বলা, হাতটি ধরা, চুমু খওয়া কিংবা কোন পার্কে হাঁটা।
হবেনা আর রোজ সকালে প্রেমের রোদে নদীর মতন বয়ে যাওয়া, তেরাত্তির গল্প বলা॥


তোমার পরে তোমার মতন কারো হাতের স্পর্শ পাইনি,
তোমার হাতে হাত রেখে পথ চলা পথিকের বোধহয় অভাব হয়নি।
তোমার পরে তোমার  মতন কারো চোখে চোখ রাখা হয়নি,
তোমার চোখে চোখ রেখে নিজের সর্বনাশ দেখা চোখের হয়ত গণনা  হয়নি।
তোমার পরে তোমার মতন আর কাউকে ভালবাসতে পারিনি,
তোমার হয়ত আমার মতন শুদ্ধ কিংবা নির্বোধ প্রেমের দরকার পড়ে নি।