পূব আকাশে সেদিন খুব মেঘ ছিল।


আমার মনে দখিন হাওয়া বইছিল
নবীন প্রেমের উদ্ভট হাতছানি,
প্রেম সায়রে উত্তাল ঢেউ তুলছিল
পূব আকাশে সেদিন খুব মেঘ ছিল ।


তোমার বাগান বাড়ির আঙিনাতে
হাসনাহেনা, টগর, বকুল দুলছিল,
পাশের বাড়ির কেউ বা কারা বারান্দাতে
আঙ্গুল দিয়ে বারিধারা ছুঁইছিল।


পূব আকাশে সেদিন খুব মেঘ ছিল,


বজ্রপাতের দ্যুতির আবেশ কেমন যেন
আকাশ ছেড়ে হৃদমাজারে জ্বলছিল।
জানলা গলে বৃষ্টি কণা অধর ঠোঁটে ছুঁইছিল,
হৃদয়, কায়া, লোমকূপেতে  প্রেম বাসনা ডাকছিল।


পূব আকাশে সেদিন খুব মেঘ ছিল,


ভালবাসার পালঙ্কতে বালিশ চাদর
সুখ আয়েশে এপাশ ওপাশ করছিল।
ওষ্ঠে, পৃষ্ঠে কিংবা বুকে প্রলয় তখন চলছিল
তোমার আমার যুগল তনু একই সুরে গাইছিল,


পূব আকাশে সেদিন খুব মেঘ ছিল।


তোমার ক্লান্ত দেহের উষ্ম ছোঁয়া-
কালো কেশের নিবিড় মায়া,
এই নিরালায় আপন আপন লাগছিল।
আমার মনের তেপান্তরে রঙিন স্বপন উড়ছিল,


পূব আকাশে সেদিন খুব মেঘ ছিল।