প্রকাশ আমি করতে চাইনি,হারিয়ে ফেলার ভয়ে;
সংকীর্ণ মন হিংসে করে, তোমায় চেয়েছে রাখতে লুকিয়ে।
ভাবিনি একবার তোমার ভালোলাগার কথা,দিয়েছি বেড়ি পরিয়ে,
নিজের মতো বাঁচতে দিইনি,রাখতে চেয়েছি শৃঙ্খলে জড়িয়ে।
রাগা-রাগি করে কথা বন্ধ, বাড়িয়েছি মন কষ্ট,
বারবার বুঝিয়ে তুমি এনেছো কাছে,তবু হয়েছি পথভ্রষ্ট।
বুঝিনি তুমিও মানুষ,একদিন তুমিও মানবে হার,
তখন যতই বোঝায় তোমায়, বন্ধ হবে সব দ্বার।
কেনই বা বুঝবে আমার কষ্ট, আমি তো বুঝিনি তোমার,
যখন ভালো লেগেছে এসেছি কাছে,সময়ে দূরে গেছি আবার।
তবে, ভুলের পাহাড়ে বসেও আমি মানিনি এখন হার,
ভুলটা আমি শুধরে নেব,রাগটা এবার আমি ভাঙাবো তার।
নাই বা দিলে ছুতে তোমায়,নাই বা আমায় ভালো লাগতে হবে।
নাই বা কোলে মাথা রাখতে দিলে,নাইবা চুল খোলা রবে।
তুমি থেকে আপনি বলতে বললেও ক্ষতি নেই,মনে তো তুমি;
স্বপ্নটাকে তো বলতে পারবে না,তুমি নয় বলুন আপনি।
সব প্রেম পূর্ণতা পায় না,কিছু প্রেম অসম্পূর্ণ রয়ে যায়;
তাই বলে সেগুলো মূল্যহীন নাকি, ভালোবাসা নয় ?
সব থেকে মজার কী জানো,তুমি এটা বুঝতে পারোনি,
ওই একটা বছর আমারই তৈরী,পারবে না ভেবেছিলাম,কিন্তু পেরেছ তুমি।
ভয় ছিল আমার তোমায় নিয়ে,তুমি ভেঙে পড়বে,
তবু আশা ছিল,তোমার দায়িত্ব তোমায় নিতে হবে।
বাবা মাকে ছেড়ে যাওয়া দিদির কথা,আমায় সেদিন ভাবিয়েছিলো,
বাবার ভেঙে পড়া , সেদিন তুমি নিজের চোখে দেখেছিলে বলো।
আমার কিছু হলে মীরার কী হবে ?একা আমাকে প্রতি রাতে ভাবাতো,
যদি আমার সাথে না জড়ায়, বাবা মাকে পাশে পাবে অন্তত।
কিন্তু দেখ, আমি তোমায় শক্ত করতে গিয়ে,নিজেই দুর্বল হয়েছি,
তুমি যেতে পারবে কিনা না ভেবেই, আমি সহ্য করে নেব ভেবেছি।
তোমার একটা হাসি,আমার বাঁচার অক্সিজেন,সত্যিটা বললাম,
জোর করে কিছু না, সবটা সময়ের হাতে ছেড়ে দিলাম।