এতোটা অমানবিক হওয়া যায় ? মৃতপ্রায় মানুষ কাতরাচ্ছে রাস্তায়,
তবু একজনেরও মনে হচ্ছে না,এই সময় সব ভুলে যদি একটু পাশে থাকা যায়।
একজন করলো ভিডিও রেকর্ডিং,আর পাঁচজন দেখলো খেলা,
কিভাবে বিবেক রাস্তায় শুয়ে, মিথ্যে বাঁচার জ্বালা।
দাদা, একটু সাহায্য করুন না, ওঠাতে পারছি না, উনি বড়ই দুর্বল,
আমি একা মেয়ে মানুষ, তুলতে পারছি না, আপনারা দয়া করে এগিয়ে আসুন,তাতে যদি পাই বল।
শরীরটা যে ঠান্ডা হয়ে আসছে,দয়া করে কেউ আসুন ভগবান আপনাদের ভালো করবে,
সব চুপচাপ,জমে উঠেছে খেলা,দেখি না আরেকটু উইকেটটা মনে হয় এবার পরবে।
ঐ করতে করতে, অসুস্থ মানুষটি,প্রায় শেষ অবস্থায়,
ওনার স্ত্রীর তবু, আপ্রাণ চেষ্টা, যদি বাঁচানো যায়।
আসলে উনি তো আমার পরিবারের কেউ নন, হয়তো বা প্রতিবেশী,
তাহলে কোন দুঃখে তুলতে যাব শুনি,তুলতে গিয়ে যদি রোগ নিয়ে আসি।
ঠিক বলেছেন, মানুষটিকে তোলার কেউ নেই,
তাই, বিবেকের দংশনও নিজের দায়িত্বেই।
কোথায় বাস করছি আমরা, কোথায় গেল আমাদের সমব্যথী সমাজ ?
এতটা অমানবিক দৃশ্য কেন আমাদের দেখতে হয়, তাহলে কি আমরা সবাই ধান্দাবাজ ?
আরে একটা জিনিস, বুঝুন মশাই,রোগ তো আমাদের আছেই,
করোনা না হলেও ,মানসিক রোগ থেকে, আমাদের নিস্তার নেই।
কোথায় গেল ধর্ম এখন,কোথায় গেল রাম-নবীর বাণী ?
একটা মৃতপ্রায় মানুষ রাস্তায় শুয়ে,এটা তো গোটা মানবজাতির গ্লানি।
এতবার বাজছে কানে, রোগীর সাথে নয়, রোগের সাথে লড়ুন।
এক কানে শুনে বার করলে, আপনিও ওরম একটা ভবিষ্যতের জন্য একটু ধৈর্য্য ধরুন।
হয়তো আজ নিজেকে ক্ষমা করেছেন, ছিলেন সাইড রোলে,
কাল যদি হয় আপনার দিন,পাশ ফিরেও কেউ তাকাবে না, সবাই যাবে চলে।
তাই করোনাকে ভয় করুন, তাতে নেই দোষ,
কিন্তু বিবেক হীন হবেন না,না হলে অমানবিক কর্মের জন্য, বাড়বে আপসোস।