আমার রাজ্যে চাকরি আছে,তাও নাকি খুব সহজলভ্য,
তুমি বিএ থেকে এম.এ পাস করো,তাহলেই তুমি চাকরির যোগ্য।
কিন্তু ডোমের চাকরিতে এম.এ,পি.এইচ.ডি ও করে এপ্লাই,
আদেও কি বেড়েছে কম্পিটিশন,নাকি চাকরি সত্যি নেই ?
আজ তুমি হয়তো বিরোধী,তাই শুধুই করছো বিরোধীতা,
এত চাকরি আছে,ডোমের বলো,সিভিক বলো,হয়তো তোমার সেভেন পাস যোগ্যতা।
সরকার সরকারি তাই,চাইলেই পাবো,মামা বাড়ির আবদার নাকি ?
সরকার চলবে লালবাতিতে,কিন্তু আমার কাছে ওটা রেড সিগন্যাল,টাচ হলেই কেস বাকি।
আজব সমাজ ,আজব মানুষ,এরা ভাতাকেই সঙ্গী করতে চাই,
বাঙালি তো,তাই বিনে‌ পয়সায়,পয়সা দিলে,মাথায় জুতো রাখতেও দেয়।
আমি যদি আজ অযোগ্য হই দায়টা তাহলে কার,কে করল আমায় অযোগ্য ?
জন্ম সার্টিফিকেট থেকে বি.এ পাস সবটাই তো সরকারি খাতায়,তাও হয়নি যোগ্য ?
তাহলে,কোথায় গলদ, সরকারের কি সরকারি প্রতিষ্ঠানেই ভরসা নেই ?
নাকি,ওটা তো ট্রেলার, পিকচার এখনও বাকি, প্রাপ্তি ধৈর্য্যেই।
যাইহোক নাম্বার নিয়ে সুখে থাকো,চাকরি চাইলেই দোষ,
যতক্ষণে তুমি ফোঁস করছো, চল্লিশে পা দিয়ে করছো আফসোস।
দিদি-দাদা-বোন-ভাই যেই হও না তুমি, আমার কেউ নও,
রেশন দিয়ে সংসার চললে,তুমি কেন বেতনের সাথে ডিএ চাও ?
ভোটের জোরে গদিতে বসেছো, সমাজ সেবায় মূলমন্ত্র,
ভোটের পড়ে এম.এল.এ,এম.পি বেতন বাড়ে, তুমি দাবি করলেই ওসব ষড়যন্ত্র।
জয় রাজার জয়,হীরকের রাজা ভগবান,ব্যাস তুমি রাজার সারথী হলে,
কিন্তু প্রতিবাদ করলে পরেই,যাও না বাবা ত্রিপুরা-উত্তরপ্রদেশে,কিন্তু ভুলেও নয় কেরলে।
এরা সবাই দল বদলায় বুক চওড়া করে,আমরাও বুকে জড়িয়ে ধরি,
এই পকেটা ভরেছে, অন্য পকেটা হাপ্ ভরেছে, সম্পূর্ণ ভরি।
বেকারত্বে চিন্তা নেই,রাজা তো সবারে দেন মান,
বসে বসে টাকা পেলে,রাজা সত্যি আপনি মহান।
তবে বাঙালিকে আপনি ঠিকই চিনেছেন,আজীবন করেছে ভিক্ষাবৃত্তি,
নাহলে, ইংরেজরা সংখ্যায় কতই বা ছিল,বেশির ভাগটাই তো অন্তবর্তী।
তাই রাজার কি বা দোষ,আজও কেও চল্লিশ হাজার মাসিক বেতনও,রেশন লাইনে দাঁড়ায়,
এ আত্মা চির অতৃপ্ত,তাই তুমি যতই দাও,শেষ নেই, ততই বেশি বেশি  চাই।