শোনো হে দুর্জয়, হোক না তোমার হারিয়ে দেওয়ার অভিসন্ধি,
আমিও অভিজ্ঞ খেলোয়াড়,জয়-পরাজয়ে, নেই আর বন্দী।
আমার কাছে তুমি আলাদা কী,স্বয়ং পরাজয়ই নিকট আত্মীয়,
যে আমায় ভেঙে পড়তে শেখায়,মেনে নিতেও,আমি যে, তার বড় প্রিয়।
বাস্তবের এত জঞ্জাল,আবেগীয় মায়াজাল,সবই তো মিথ্যে,
সত্য শুধু, তাদের অস্তিত্ব, যারা ক্রমশই জর্জরিত তব বৃত্তে।
আশঙ্কা শুধু একা হওয়ার,তাই হাত বাড়িয়েও নিয়েছি গুটিয়ে,
কীসের নেশায়,আবার স্যাঁতসেঁতে চোখ মুছে,বলব তারে প্রিয়ে।
এখন আমি বড়ই ক্লান্ত, পরিশ্রান্ত ;বয়স তো কম হয়নি,
ভাবের ভাগ নিতে চেয়েছে,কিন্তু ভাবের ভার কেউ নিতে চাইনি।
তাই, ওসব ভালোবাসা বাবা, কবিদের কাব্যেই তোলা থাক,
আমি পাঠকই ঠিক আছি,ওসব চরিত্রে আমার নেই অত নামডাক।