যুদ্ধটা হোক নিজের সাথেই,নিজেকে কীভাবে চাইব,
প্রতিটি বাধায় ভেঙে না পড়ে,কীভাবে নিজেকে গড়ব।
ভয় থেকে ভয় পেয়ে সবার মাঝে হবো কি উন্মোচন ?
নাকি,ভয়কে তার সীমা বুঝিয়ে,সাহসকে করব আপনজন।
আমার পিছিয়ে আসায়,যদি হয় খলের প্রধান লক্ষ্য,
এগোনোটা তখন আর চয়েস নয়,ওটাই হয়ে ওঠে মুখ্য।
কেউ থাকা না থাকা,তাদের ব্যাপার,আমি তো পারি না পালাতে,
অন্ধকারে সবাই অন্ধ,তবু আমার ঘরের সন্ধ্যা প্রদীপ আমাকেই হবে জ্বালাতে।
তাই, আয়নার সামনে দাঁড়িয়ে, আঙুল তুলে বলো, আমি পারব,
কাউকে হারাতে নয়,তবে পদে পদে ভেঙে পড়াটা এবার আমি ছাড়ব।